
একজন ডুবুরী যখন সমুদ্রে ডুব দেয়, কোঁচড় তার ভরে যায় মুক্তোদানায়। সে হাতড়ে বেড়ায়, হাত বাড়ালেই রাশি রাশি মণিতে তার ভরে যায় দু হাত। তবু মেটে না তৃষ্ণা। কুরআনের সরোবরে অবগাহন করা ডুবুরীর তৃষ্ণা কি মেটার মত?
জীবনের পরতে পরতে সে সাজায় কুরআনের মুক্তমাল্য। হিদায়াতের আলোকবর্তিকা হয়ে জ্বল জ্বল করতে থাকা প্রতিটি শব্দে, বাক্য থেকে যেন নুরের অবিরত ছটা বিচ্ছুরিত হয়। যে পেয়েছে এই নুরের দিশা, জীবনে তার রয় না কোনো হতাশা। আসুক যত দুঃখ দুর্দশা, কুরআনই হয়ে উঠে তার নেশা।
জীবন জুড়ে জড়িয়ে থাকা কুরআনী শব্দমালা একজন দরদী দাঈর অনুভূতি হয়ে আছড়ে পড়ে কলমের ডগায়।
Read Now
Buy Now
সন্তান, সে তো আসমান থেকে পাওয়া। সন্তান, সে তো স্বর্গ থেকে আসা। সন্তান, সে তো স্বপ্ন দিয়ে বোনা সোনা-রঙা সোনালি ফসল। সন্তান পৃথিবীর সবচেয়ে সুখের সম্পদ। সন্তান চোখের শীতলতা, অন্তরের কোমল উষ্ণতা, হৃদয়ের গহীনে সযত্নে চাষ-করা এক টুকরো মুক্তো। সন্তান...
রাসুল (সাঃ) এর সময় থেকেই অনেক মানুষ কুরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করেন না। তাঁরা মনে করেন কুরআন রাসুল (সাঃ) এর রচিত গ্রন্থ। অথচ কুরআনের মধ্যেই প্রমাণ রয়েছে যে, এমন গ্রন্থ রচনা করা মানব বা জ্বিন কারো পক্ষেই ব্যক্তিগত কিংবা...
অনুবাদক : শাফায়েত উল্লাহ, শারঈ নিরীক্ষণ : মাওলানা আব্দুল্লাহ আল হাসানদ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী ﷺ-কে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল, তা আমাদের সবারই জানা আছে। তাঁর ওপর অপবাদ দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল তাঁর সম্মানে। তারা তাঁকে মিথ্যাবাদী,...
Comments (0)