
যুগ, পরিবেশ ও বাস্তবতাভেদে জাহিলিয়াতের রূপ বিচিত্র ও বিভিন্ন। জাহিলিয়াতের ব্যাপারে সঠিক ধারণার অভাব, ঈমানের জন্য ক্ষতিকর। কেননা, আজকের প্রথাগত ইসলামি সমাজেরও রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে জাহিলিয়াত। আধুনিক ইসলামি সমাজ প্রায় প্রতিটি ক্ষেত্রে মেনে নিয়েছে পশ্চিমা জাহিলি সভ্যতার আধিপত্য। এক দিকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি চরম উৎকর্যে, অপর দিকে প্রতিদিন আল্লাহর অবাধ্যতায় এই মানবসভ্যতা স্পর্শ করছে নতুন নতুন মাইলফলক।
বস্তুগত উন্নতি ও মূল্যবোধের ফাঁকাবুলি পর্যবসিত হয়েছে ভোগবাদ ও জড়বাদের ঘৃণ্য অন্তসারশূন্যতায়। সর্বত্রই আজ প্রবৃত্তি, মানবসৃষ্ট মতবাদ ও মানবীয় বুদ্ধির জয়জয়কার। এমন সর্বগ্রাসী জাহিলিয়াত থেকে মুক্ত হতে হলে, আমাদের ফিরতেই হবে কুরআন-সুন্নাহর দিকে। জাহিলিয়াতের স্বরূপ, প্রকৃতি ও বিস্তৃতি অনুধাবনে নুসুসের মৌলিক পাঠের প্রয়োজনীয়তা সীমাহীন। এই অধ্যয়ন তাজা করবে ঈমান, দৃঢ় করবে ইসলামি মূল্যবোধ এবং হৃদয়ে জাগ্রত করবে জাহিলিয়াতমুক্ত জীবনব্যবস্থা গড়ার তাড়না।
Read now
Buy Now
সন্তান, সে তো আসমান থেকে পাওয়া। সন্তান, সে তো স্বর্গ থেকে আসা। সন্তান, সে তো স্বপ্ন দিয়ে বোনা সোনা-রঙা সোনালি ফসল। সন্তান পৃথিবীর সবচেয়ে সুখের সম্পদ। সন্তান চোখের শীতলতা, অন্তরের কোমল উষ্ণতা, হৃদয়ের গহীনে সযত্নে চাষ-করা এক টুকরো মুক্তো। সন্তান...
রাসুল (সাঃ) এর সময় থেকেই অনেক মানুষ কুরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করেন না। তাঁরা মনে করেন কুরআন রাসুল (সাঃ) এর রচিত গ্রন্থ। অথচ কুরআনের মধ্যেই প্রমাণ রয়েছে যে, এমন গ্রন্থ রচনা করা মানব বা জ্বিন কারো পক্ষেই ব্যক্তিগত কিংবা...
অনুবাদক : শাফায়েত উল্লাহ, শারঈ নিরীক্ষণ : মাওলানা আব্দুল্লাহ আল হাসানদ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী ﷺ-কে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল, তা আমাদের সবারই জানা আছে। তাঁর ওপর অপবাদ দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল তাঁর সম্মানে। তারা তাঁকে মিথ্যাবাদী,...
Comments (0)