তাদাব্বুরে কুরআন PDF বই – আদিল মুহাম্মাদ খলিল

আচ্ছা, আপনি কি কখনো কুরআনে কারিম পুরোপুরি বুঝে পাঠ করেছেন? ধরে নিলাম আপনি করেছেন। আচ্ছা, আপনি কি কখনো পুরো কুরআন পাঠ করে এর সমঝ (অর্থাৎ এর সকল মূল বক্তব্য অনুধাবন ও বুঝ) এক জায়গা করে দেখেছেন? প্রতিটি আয়াত, প্রতিটি সুরা আপনাকে কী বলছে, এটি কি আপনি চিন্তা করেছেন?

এটা একটা কঠিন ব্যাপার, তাই না?
হ্যাঁ, অনেকের কাছেই তা কঠিন মনে হয়।

তো এই কঠিন ব্যাপারটাকেই সহজ করতেই রুহামা পাবলিকেশন আপনার সামনে নিয়ে আসছে অনন্যসাধারণ এই বইটি। এই একটি বই পাঠ করে আপনি পুরো কুরআনকে সমঝসহ ধারণ করতে পারেন অনায়াসে। কারণ এই বইটি রচনার সময় মোট ৮টি পয়েন্ট সামনে রেখে রচনা করা হয়ছে। পয়েন্টগুলো দেখে নিতে পারেন—

০১. প্রতিটি সুরার আয়াতসংখ্যা কত এবং এটি মাক্কি নাকি মাদানি; প্রতিটি সুরার আকার ও ধরন।
০২. সুরার মূল নাম, মোট কয়টি নাম ও কী কী?
০৩. সুরাগুলোর নামকরণের কারণ। এই দুটি পয়েন্ট আপনার সঙ্গে সুরাটির একটি মোটামুটি পরিচয় গড়ে তুলবে এবং বিষয়বস্তু সম্পর্কেও আপনাকে কিঞ্চিৎ ধারণা দেবে।
০৪. প্রতিটি সুরার ফজিলত ও গুরুত্ব। এই পয়েন্টটি আপনার মনে সুরাগুলো সম্পর্কে আগ্রহ ও ব্যাকুলতা বাড়িয়ে দেবে। আপনি সুরাগুলো আরও ভালোভাবে জানতে চাইবেন।
০৫. কুরআনে কারিমের একটি সুরার শুরুর সঙ্গে শেষের মিল কী? এটা জানার মাধ্যমে সুরাটি আরম্ভ করার পূর্বেই এর আপাদমস্তক আপনার একনজর দেখা হয়ে যাবে এবং সুরার সঙ্গে আপনার পরিচয় আরও একটু গাঢ় হবে।
০৬. সুরাগুলোর কেন্দ্রীয় বিষয়বস্তু, যা অবলম্বন করে সুরাগুলোর আলোচনা আবর্তিত হয়েছে।
০৭. আয়াত নাম্বার উল্লেখ করে প্রতিটি সুরার আলোচ্যবিষয়াদির ধারাবাহিক বিবরণ। এতে পুরো সুরাটির সবগুলো বিষয়বস্তু পয়েন্ট আকারে আপনার স্মৃতিতে ভাঁজে ভাঁজে বসে যাবে।
০৮. একেবারে শেষে অষ্টম পয়েন্টে আসবে প্রতিটি সুরা সম্পর্কে বিচিত্র সব তথ্য, তত্ত্ব, বিভিন্ন আয়াতের তাদাব্বুর, সূক্ষ্ম পর্যবেক্ষণ, শিক্ষা ও উপদেশ ইত্যাদি। এই পয়েন্টটি আপনার হৃদয়ে প্রতিটি সুরা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে।

Comments (0)

Related Blog

ইসলামিক বই
  • 19 Mar 2025
  • 865
  • 0 Comment

সন্তানের ভবিষ্যৎ PDF বই – ড. ইয়াদ কুনাইবী

সন্তান, সে তো আসমান থেকে পাওয়া। সন্তান, সে তো স্বর্গ থেকে আসা। সন্তান, সে তো স্বপ্ন দিয়ে বোনা সোনা-রঙা সোনালি ফসল। সন্তান পৃথিবীর সবচেয়ে সুখের সম্পদ। সন্তান চোখের শীতলতা, অন্তরের কোমল উষ্ণতা, হৃদয়ের গহীনে সযত্নে চাষ-করা এক টুকরো মুক্তো। সন্তান...


কুরআন বিষয়ক
  • 19 Mar 2025
  • 750
  • 0 Comment

গাণিতিক রহস্যময় কুরআন PDF বই – আহমদ দিদাত

রাসুল (সাঃ) এর সময় থেকেই অনেক মানুষ কুরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করেন না। তাঁরা মনে করেন কুরআন রাসুল (সাঃ) এর রচিত গ্রন্থ। অথচ কুরআনের মধ্যেই প্রমাণ রয়েছে যে, এমন গ্রন্থ রচনা করা মানব বা জ্বিন কারো পক্ষেই ব্যক্তিগত কিংবা...


সালাত/নামাজ
  • 19 Mar 2025
  • 979
  • 0 Comment

সালাত নবীজির শেষ আদেশ PDF বই | Salat Nobijir Shesh Adesh

অনুবাদক : শাফায়েত উল্লাহ, শারঈ নিরীক্ষণ : মাওলানা আব্দুল্লাহ আল হাসানদ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী ﷺ-কে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল, তা আমাদের সবারই জানা আছে। তাঁর ওপর অপবাদ দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল তাঁর সম্মানে। তারা তাঁকে মিথ্যাবাদী,...


,